আমি আজকে সকালে রোকেয়া কিবোর্ডের বেশ কিছু ইমপ্রুভমেন্ট করেছি৷ ইচ্ছা ছিল রাতে সেটা নিয়ে লিখবো৷ কিন্তু ব্লগে এসে মন ভেঙ্গে গেল৷ কিছু মানুষ (যারা কিনা আবার "সহব্লগার") তারা নিচু মনের ??? নাকি আমিই নিচু মনের ??
তখন দেখলাম একটা কগচডড নামের একটা **** ব্লগার লিখেছে কোন ব্লগার কোন দলের সাপোর্টার সেটা নিয়ে, ফালতু জেনারালাইজেশন দিয়ে ভর্তি সেই লিখার কথা আলাদা করে বলার কিছু নাই৷ আমি ওই ব্লগারের আগের পোস্টগুলি দেখলাম৷ ম্যাক্সিমাম হয় শেয়ার বাজার নয়তো আওয়ামী লীগের বিপক্ষে লিখা৷ আর প্রোফাইলে লিখা সে নাকি কম্পু সাইন্সে পাশ করা৷
তাই জিজ্ঞেস করলাম কেন সে কম্পু লাইন চেঞ্জ করে শেয়ার লাইনে গেল ( একজনের ৫০% ব্লগ একটা নির্দিষ্ট ক্যাটাগরীতে হল কিই আর ভাবা যাবে ????)৷ একই সাথে এটাও বললাম জামাত ও শিবিরকে লাত্থি মারলে সে আওয়ামী লীগ হয়ে যায় এই গায়েবী থিওরী এটা কি তার আবিস্কার নাকি৷
উত্তরটা আসলো এরকম: " সারা দিন জামাতের নামে বিষেদ গার করবেন । মুক্তি যুদ্ধের চেতনায় সর্বদা জাগ্রত হওয়ার আহবান জানাবেন। সরকারের সব কাজে সাফাই গাইবেন আর বলবেন আমি আওয়ামিলীগ করি না।"
- আমি সরকারের সব কাজে তালি দেই ??? নিজেই জানতাম না, যাইহোক এটা গায়ে লাগে নাই আমার৷
উনার পরের কথা: "আপনার নাম সিউল রায়হান কেন? আপনি কি কোরিয়ার সিউলে থাকেন? বাংলাদেশের অনেক ফকিন্নির পোলা সিউলে কামলা খাটে। আপনি কি তাদের গোত্র ভুক্ত নাকি।"
- কিই আর বলব...... দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে যেই প্রবাসীদের উপরে, অর্থনীতি বাদ দেই- যিনি নিজের দেশের খেটে খাওয়া শ্রেণীর মানুষকে ফকিন্নির পুত বলে গালাগালি করেন তার মত বেজন্মার সাথে কোন কথাই চলে না৷ ( ওটার পোস্টের লিংক: http://www.somewhereinblog.net/blog/winner/29125958 )
আমার রিপোর্ট করা উচিত এই কমেন্টের বিরুদ্ধে কিন্তু কোন রিপোর্ট করবো না কারণ মডারেশন টিমের উপর আমার কোন আস্থা নাই৷ পৃথিবীর সবচেয়ে দুর্বল ও একচোখা মডারেশন টিমকে কিছু বলে লাভ নাই।
যাই হোক, পোস্টের টাইটেলে ফেরত আসি৷ আছেন নাকি কোন "ফকিন্নির পোলা" ??? থাকলে আসেন তো ভাই, হাত মিলাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।