অরুণোদয়ের প্রাতে
আচমকা প্রনয় অভিরুচি উদ্ভাসিল অন্তর-অন্দরে
স্বপ্নীল পিয়াসা সন্দাবে পেতে চাইল আদ্র চন্দ্রিমা, মেঘমন্দ্রিত শাওন নিশায়।
একফালি রক্তিম গোধুলির ঢেউ পরশিল আমায় শিহরিত অনুভবে।
তুমি এলে মোহময়ী প্রেমের কনক বীজ লয়ে আপন অঞ্চলে,
রোপিলে একনেত্রে আমার হৃদের প্রেমাদ্র কর্দমে।
অঙ্কুরিত বীজের বাড়ন্ত বৃক্ষে ধরল পুষ্পমঞ্জরী পল্লবে পল্লবে
অন্তর সুশোভিত হল নীলাদ্র ভূষণে।
ক্ষন অবকাশে,
আচমকা তুললে তুমি বিপন্ন ঝড় স্বর্গীয় প্রান্তরে
ধ্বংসের মহাশ্মশান বানালে হৃদয় পিঞ্জর।
বিমূর্ত বহ্নি জ্বেল্বে, অন্তর অনলে পোড়ালে বিনষ্ট স্মৃতিগুলা যত।
তবুও যে স্মৃতি পৌঁছেছিল অন্তরের অস্থিমজ্জার রন্ধ্রে রন্ধ্রে, অতল পারাবারে,
কেমনে পোড়াবে তুমি তারে?
তারই আকর্ষনে ,
নামবে ক্রন্দিত বাদল ধারা নয়নে আমার, বিষন্ন বিষাদে।
সুখের ঝর্ণাধারা হয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।