পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
মিশরে আছি পাঁচ বছর পাঁচ মাস। নতুন দেশে নতুন নতুন কত কিছুই না দেখলাম আর কত কিছুই না শিখলাম। ভাল মন্দ সব মিলিয়ে আমার কাছে ভালই লাগে মিশরীয়দের। আর "মিশর" দেশ সমন্ধে বলতে গেলে অনেক ভাল।
সাগর, পাহার, নদি, খাল, মরুভূমি, আধুনীক শহড় সবই আছে এদের। আবার কিছু কিছু এলাকা গুলোতে গেলে আপনি বুঝতেই পারবেন না যে, এটা মরুভুমীর দেশ। সবুজ আর সবুজ।
আর মিশরীয়দের সমন্ধে বলতে বললে আমি বলব, এরা ভাল মনের মানুষ। তবে একটু বোকা ও এক রোখা।
বোকা, কারন বলা হয়ে থাকে মিশরীয়রা ততক্ষন পর্যন্ত চালাক হয়না যতক্ষন না তারা 'ভূমধ্যসাগর' কিংবা 'রেড সি' পাড় হয়। আর এক রোখা এই অর্থে, সে যেটা বুঝেছে সেটাকেই ঠিক মানতে চায়। তবে ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাতে পারলে তারা মেনে নেয়। তারা বাহিরে সারাদিন আপনার উপকার করবে আপনার পিছনে অল্প স্বল্প খরচও করবে তবে সহজেই আপনাকে তাদের বাড়িতে নিবে না, দীর্ঘদিন বন্ধুত্ব থাকলেও না। এদের মধ্যে দেশপ্রেম অনেক প্রবল, তাই তাদের কোন বদনাম করলে আপনাকে কোনদিন ভালবাসবে না।
এবার আসি মূল কথায়।
**********************
মিশরীয়দের মুখে প্রায়ই বলতে শুনাযায় 'মাছর ওম্মুদ্দুনিয়া' মানে মিশর হচ্ছে বিশ্বের জননী। এবং তারা এটা গর্বের সাথে উচ্চারণ করে থাকে। এটা শিক্ষিত অশিক্ষিত সবাই বলে ও মানে। তাদের কাছে এর কারণ জানতে চাওয়া হলে এক গাদা যুক্তি শুনিয়ে দেয়, আর বলে এটা সর্বজন স্বিকৃত।
তারা যুক্তি হিসেবে এটাও বলে, 'মা' হাওহা (আঃ) এদেশেই নাজিল হয়েছিলেন। ( তাদের সাথে মজা করে কখনো কখনো আমরা বলে থাকি, "বাংলদেশ আবুদ্দুনিয়া" মানে বাংলাদেশ বিশ্বের পিতা, করণ আদম (আঃ) নাকি ভারত বর্ষের কোথাও নাজিল হয়েছিলেন। )
Why Egypt is the Mother of the World?
Click This Link
ভিডিওটা দেখুন
http://www.youtube.com/watch?v=27vPuK5FmWQ
Click This Link
ঘটনা যাই হোক, বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। যদি কারো এ বিষয়ে কোন নলেজ থাকে তবে একটু আলোচনা করবেন প্লিজ। অথবা যারা অন্যকোন দেশে আছেন সে দেশেও কি এমন কিছু দাবি করা হয়? করে থাকলে যুক্তি সহ জানাবেন।
যেমন আমরা বলি, "সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি"।
এখানে আমার নিজের হাতের কিছু ছবি আপলোড লরলাম, আশাকরি ভাল লাগবে।
১) নিল নদের একাটি দৃশ্য। (কায়রো)
২) নিল নদের আরেকটি দৃশ্য। ( কায়রো)
৩) চার বন্ধুর সাথে পিরামিডের দৃশ্য।
(গিজা)
৪) রেড সি। (শার্ম আল শেখ)
৫) ভূমধ্যসাগরে সূর্যদয়। (পোর্ট সৈয়দ)
৬) রাতে সুয়েজ খালের একটি দৃশ্য। (পোর্ট সৈয়দ) মজার ব্যাপার হলো, যেই জায়গা থেকে ছবিটি তুলা হয়েছে সেটি হলো আফ্রিকা মহাদেশ আর ওপার যেখানে দুইটি মিনারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশে পরেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।