আমাদের কথা খুঁজে নিন

   

তথাপি

সন্দেহে আছি সত্য

এত একা আমি যে আমার হৃদয় নিঙড়ানো ভালোবাসা দেবার মতো কাউকে খুঁজে পাই না পরিবার আছে চারপাশে ঘুরে ফিরে অজস্র মানুষ পৃথিবীর খুব ঘনবসতির বাসিন্দা আমি তথাপি নিরুদ্দেশ উত্তাপ কাজ করে হৃদয়ে আমার সব যে অহম থেকে আসে তা নয় অহমকেই দায়ী করি তথাপি প্রকৃতির দিকে তাকিয়ে অর্বাচীন মনে হয় নিজেকে সিজদা দেবার শখ ক্ষয়ে যায় খালি কখনো ধ্রুব নারীর জন্যে অপেক্ষা কখনো ধ্রুব ঈশ্বরের জন্যে ধর্মের ভেতর প্রকৃতির ভেতর নিজের অহমের ভেতর তাকে পাই না তাকে মানি না মানতে চাই না তাও না তথাপি সঙ্গীতের মতো গহীন কান্না এক একা থাকার সুতীব্র মর্মবেদনার মতো আমার সাম্পান কেবল ডুবে যাবার জন্যে ভাসতে থাকে কেবল ডুবে যাবার জন্যেই যেন এতটা সন্তরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।