আমাদের কথা খুঁজে নিন

   

দেশে খাদ্যদ্রব্য নিয়ে কোনো হাহাকার নেই জিনিসের দাম কমতির দিকে : খাদ্যমন্ত্রী

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

দেশের দরিদ্র মানুষের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ২১ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আরও ২৬ লাখ টন খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নিয়েছে। মঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত এলাকায় দিনমজুরদের ৪০ দিনের কাজের আওতায় এনে তাদের মধ্যে ৬শ’ কোটি টাকা বিতরণ করা হয়েছে। দেশে এখন খাদ্যদ্রব্য নিয়ে কোনো হাহাকার নেই। জিনিসপত্রের দাম এখন কমতির দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় পরিচালিত পুকুর ও জলাশয় পুনর্খনন কর্মসূচি পরিদর্শনে এসে গতকাল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, পুনর্খনন কাজের আহ্বায়ক অধ্যাপক ড. এসএম বদিয়ার রহমান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন, অনুষদ ডিনসহ ছাত্র-শিক্ষক, অফিসার-কর্মচারীরা। (আমারদেশ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.