তসলিমার জন্মদিনে ঢাকায় মানববন্ধন হল তাকে দেশে আসার সুযোগ দেয়ার জন্য। বাংলাদেশের বেশীরভাগ মানুষ তার লেখার, চিন্তার সাথে একমত নন। এমনকি তার লেখা বেশীরভাগ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার কাছেও তার অনেক লেখা সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরুপ মনে হয়। কোন কোন যুক্তি হাস্যকরও মনে হয়। তাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু দেশের আইন ভঙ্গের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যায়। কিন্তু তা না করে, এভাবে একজন মহিলা যার মন চায় তার জন্মভূমিতে ফিরে আসতে, তাকে আসতে না দেয়া কতটুকু যুক্তিযুক্ত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।