এবার মায়ান সভ্যতা কে মধ্যাঙ্গুলি দেখালেন নিখিল বঙ্গের কিছু ফেসবুক পেজ এডমিন । খবরে প্রকাশ ,গত বছরের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে মায়ান রা প্রচারনা চালায় । তবে এবার তাদের কেও ছাড়িয়ে গেলেন পেজ এডমিন গন । ২৭ আগস্ট ,২০১৩ তে দু'টি চাঁদ দেখা যাবে বলে তারা জানান ।
আপনাদের গুজব কারা বিশ্বাস করছে এমন প্রশ্নের জবাবে পেজ এডমিনগন হাসিতে ফেটে পড়েন ।
হাসি থামিয়ে একজন বলেন , "পাবলিক সাঈদী কে চান্দে দেখল ,৫০ হাজার হত্যা বিশ্বাস করল ,রাজনীতিবিদ দের কথা প্রতিশ্রুতি বিশ্বাস করল ,আর এইটা তো সাধারণ ব্যাপার । "
চাঁদের পিছনে কেন লাগছেন ,এমন প্রশ্নের জবাবে তারা বলেন , "মায়ান রা হিংস্র জাতি ,ধ্বংস করে তারা মজা পায় । আমরা সুন্দরের পূজারি ,একারনেই আমরা চাঁদ কে বেছে নিয়েছি । তাছাড়া কবি বলেছেন ,সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা । একারনে আমার গুজবের মাধ্যমে আরেকটা চাঁদের সৃষ্টি করছি ।
বিঃদ্র : মঙ্গল গ্রহ কাছে আসলেও চাঁদের মত কিছু দেখার সম্ভাবনা নায় । খালি চোখে মঙ্গল গ্রহ দেখা সম্ভব না । এতবড় ঘটনা ঘটলে নাসা (NASA) সবার আগে জানত । অথচ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু বলা নায় । আরো জানতে গুগলের সাহায্য নেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।