সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
২০১২ নিয়ে চলচিত্র, গল্প আলোচনার অভাব নেই। ঘাগু বৈজ্ঞানিক থেকে শুরু করে কল্পকাহিনি লেখকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ২০১২ সাল। কি হতে পারে, সেটার চেয়ে কি হবার সম্ভাবনা নিয়ে বলা হয়েছে তা ই যেনো মুখ্য বিষয়।
ধারনা করা হয়ে থাকে খৃষ্টপূর্ব ২০০০ সাল থেকে মায়ান সভ্যতার বিকাশ শুরু।
তাদের সভ্যতাকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
প্রি-ক্লাসিক - খৃষ্টপূর্ব ২৬০০ সাল থেকে খৃষ্টপূর্ব ৩০০ সাল
ক্লাসিক - ৯০০ সাল
পোষ্ট-ক্লাসিক - স্প্যানিশ রা তাদের সাম্রাজ দখল করে নেয়া পর্যন্ত। ( সঠিক সাল মনে করতে পারছি না, সম্ভবত ১৪০০ সাল)
মধ্য-আমেরিকার ( Mesoamerica, মেক্সিকো এবং এলসালভাদর এর ঘন বনের মাঝে) এই অঞ্চলে অনেক সভ্যতা যেমন এযটেক বা ওলমেক গড়ে উঠলেও মায়ানরাই সভ্যতার পরিক্রমা এবং প্রকৃতি নক্ষত্র পৃথীবীর ওপর কি প্রভাব ফেলে তার সঠিক ইনডেক্স করে রাখে। তারা প্রকৃতিকে তাদের উপাসনার অংশ হিসেবে ধরে নেয়। তাই তারা নিরন্তর গবেষনা করে এর বিভিন্ন পরিবর্তন নিয়ে।
সম্ভবত প্রি-ক্লাসিক সময়ের মধ্যভাগেই মায়ানরা বিভিন্ন স্ম্যে পৃথিবির ওপর দিয়ে ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে ভাবিত হয়ে ওঠে। তারা বিভিন্ন পাথরের কাঠামোতে লিখে রাখতে শুরু করে বিভিন্ন ঘটনা প্রবাহ।
এই ঘটনা প্রবাহগুলোই পরে তাদের মধ্যে এই বিশ্বাস জন্ম দেয় যে পৃথিবি সোলার ঘূর্নন পুরন করে ৩৬৫ দিনে।
যাই হোক এবার আসি ২০১২ নিয়ে। কেনো এটা নিয়ে মাতামাতি।
কিছু ঘটনার কথা বলি।
জুলাই ২০, ১৯৬৯ – এপোলো এর চন্দ্রে অবতরন।
নেপোলিয়নের যাত্রা, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই রাশিয়া এবং আমেরিকার মাঝে এই সব ঘটনার ইঙ্গিত ছিলো মায়ান কেলেন্ডার এ। এবং তা আশ্চর্য জনক ভাবে একদম সঠিক তারিখে।
সাম্প্রতিক সময়ে ওয়েব বট নামক নাসার একটি প্রোগ্রাম ও ২০১২ তে কিছু একটা ঘটে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
তবে অনেকেই মনে ক্রছেন, ২০১২ তে পৃথিবির শেষ নয়, নতুন এর শুরু হবে। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন জায়গায় আধঃপতন কি তার ই ইঙ্গিত দেয় না ????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।