আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। অমুসলিম হিসেবে নয়, মায়ান সভ্যতার এক তাচ্ছিল্য মানব হয়ে, বলছি আজ, যদি বেঁচে থাকি উৎকর্ষের জয়ে হব নির্ভিক ভগবানের সাথে হব চলার পথিক! আমার সকল ব্যর্থতা খুঁজে পাবে সফলতার এক চলার দিক পৃথিবী তোরে বলছি তুই আর একদিন থেমে যা কাল যে সে আমায় থাকতে বলেছে সেই হিজল তলার আমি যে আছি অপেক্ষায়। আর যদি মরে যাই বলছি পৃথিবী বিদায় দেখা হবে ওপারে বিধাতার ইচ্ছায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।