আমাদের কথা খুঁজে নিন

   

হলিডে...

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি..........

২৬ মার্চ, ২০৪৫...সকাল আনুমানিক ১০টা, হলোগ্রাফিক স্ক্রিন এর সামনে বসে আছে তেহজীদ। আজকে গভর্মেন্ট হলিডে। হলিডে গুলো সাধারনত তেহজীদের ভালোই কাটে কিন্তু গত কয়েকদিন আগে বাস্কেটবল খেলতে গিয়ে হাত ভেঙ্গে বসে আছে। সারাক্ষন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান দেখে আর গেইম খেলে একন তার সময় কাটে। আজকে সব দিক দিয়ে দিনটা খারাপ।

কি একটা গন্ডোগোলের হচ্ছে সার্ভিস লাইনে। দু একটি পাবলিক চ্যানেল ছাড়া আর কোন চ্যানেলই আসছে না। গেমও খেলা যাচ্ছে না। তাও যদি ভালো কোন প্রোগ্রাম চলত। হচ্ছে বোরিং সব নিউজ।

আজকে নাকি কি একটা ন্যাশনাল ডে...এটা নিয়ে প্রাইমমিনিস্টার প্রেসিডেন্ট কি সব কথা বর্তা বলল তার ফিরিস্তি। মেজাজটা কেমন লাগে?? রবিন তেহজীদের রুমের পাশ দিয়েই যাচ্ছিল। ছেলে কি করে দেখার জন্য উকি দিল। মন মরা হয়ে বসেআছে দেখেই রবিন জিজ্ঞেস করল, বাবা আসব?? -ও বাবা, হ্যা আসো। -কি অবস্থা তোমার??? -ভেরী ব্যাড...কোন কিছু ভালো লাগছেনা।

আর দেখোইনা...কি সব ফাইল জিনিষ দেখাচ্ছে। -ওহ...আজ তো ইন্ডিপেন্ডেনস ডে...তাই গভমেন্টের কিছু একটিভিটিস আছে আর কি.. -আচ্ছা বাবা, এই ইন্ডিপেন্ডেনস ডে জিনিষ টা কি?? -আমি আসলে অত ক্লিয়ার জানিনা...তবে যতটুকু ছোট বেলায় পড়েছিলাম বলে মনে পড়ে...সম্ভবত লাস্ট সেঞ্চুরীর মাঝামাঝি ইন্ডিয়া আর পাকিস্থানের একটা ওয়ার হয়েছিলো....তো সেই ওয়ারে পাকিস্থানের একটা অংশ আমাদের এই বাংলাদেশকে পাকিস্থান ছেড়ে দেয়। -আচ্ছা আমাদের দেশে কি যুদ্ধ হয়েছিলো?? -না...তেমন কিছু মনে হয় ঘটেনি...আর ঘটলেও তো তার বালো ডকুমেন্ট থাকত...তাই না... -বাবা..এখানে কি কোন ওয়ার ক্রাইমও হয়নি?? -না..হলে তো এটলিস্ট ওয়ার ক্রিমিনাল দের বিচার হতো...সেটা যেহেতু হয়নি তাতে মনে হয় সেরকম কোন ক্রাইম টাইমও হয়নি। এমন সময় হঠাৎ হলোগ্রাফিক স্ক্রিন টা সিগন্যাল দিলো...যাক সিস্টেম লাইনের গন্ডোগোল টা সেরে গেছে। ছেলে স্পোর্টস চ্যানেল নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে দেখে রবিনও ইঠে গেলো।

আর তেহজীদও তার ফেবারিট টিমের বাস্কেটবল টুর্নামেন্ট হচ্ছে দেখে মজাই পেলো। নাহ মনে হচ্ছে না আজকের হলিডে টা খুব একটা খারাপ যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।