আমাদের কথা খুঁজে নিন

   

''হলিডে আসে''

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা হলিডে আসে প্রতিটা মাসে একদিকে নিয়ে আসে আনন্দ অন্যদিকে দুঃখের কাহন। হলিডে আসে আপন জনেরা আপন করে নিতে আপন জন চলে গেলে কষ্টের সারথী হতে। হলিডে আসে শূন্যতাকে পূর্ণতা করে নিতে দূরের মানুষ কাছে এসে আবার দূরে চলে যেতে। হলিডে আসে সারাবাড়ি বড়দের চেঁচামেচিতে ছোটদের চিৎকার বয়ে নিতে। হলিডে আসে প্লান করে পার্টির আয়োজনে সবার চোখে হাসি ফোটাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।