আমাদের কথা খুঁজে নিন

   

হলিডে, ৩০০ টাকা ও অন্যান্য

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

৩০০ টাকার শোধে, বীর বাংগালী, অভয় জাতি, ঝলসে উঠে ক্রোধে। তাই ৩০০টাকা শোধ না করায় পাওনাদারের হাতে মুক্তিসেনা প্রান হারালো লাঠির ঘাতে ঘাতে। মুক্তিসেনা তুমি, যুদ্ধ কেন করেছিলে? কোন্ সে জন্মভূমি? মুক্তি তুমি এনেছিলে তাইতো মুক্তিসেনা। জানতেনা কি তোমার জীবন ৩০০ টাকায় কেনা? একটা সময় গুলির মুখেও "আমি বাংলাদেশি" বলা হইতো, আর এখন "শালা বাংগাল" আমাদের প্রিয় একটা গালি। ঘরের লাইট সবসময়েই নিভিয়ে রাখা লাগে, কখনও পাকহানাদারের ভয়ে, কখনও কারেন্টের অভাবে।

রক্ত আগেও ঝরছে, এখনও ঝরে। সঠিক কোনো ইতিহাসের বই নাই। নেতাদের সন্তান হবে নেতা, এটাই কি গনতন্ত্র? যাউকগা, শুভ বিজয় দিবস। এরকম গরীব ৩/৪টা প্রতিদিনই মরে। তাতে আমাগো কি? আসেন, হলিডে ইনজয় করি।

অফটপিক : সামান্য ৩০০টাকা পরিশোধ করতে না পারায় ঝিনাইদহে এক মুক্তিযোদ্ধাকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। এই মুক্তিযোদ্ধা খালেক গ্রামে গ্রামে ঘুরে আতর আর টুপি বিক্রয় করতেন(প্রথমআলো, ১৩/১২/২০০৯)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।