সাভারের রানা প্লাজার আরেকটি পোশাক কারখানা ফ্যান্টমের মালিক আমিনুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার রাতে বিজিএমইএ ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড এবং ফ্যান্টম ট্যাক লিমিটেডের চেয়ারম্যান। রানা প্লাজার পাঁচ ও ছয়তলায় এই দুই প্রতিষ্ঠানের কারখানা ছিল।
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিজানুর রহমান আমিনুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিজিএমইএ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর আগেই ওই ভবনের মালিকদের আত্মসমর্পণ করতে বলেছিলেন বিজিএমইএ নেতারা।
এর আগে গতকাল শুক্রবার রাতে আরও দুই মালিক নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান ও পরিচালক মাহমুদুর রহমান তাপসকে গ্রেপ্তারের পরে রিমান্ডে নেয় পুলিশ।
এছাড়া রানা প্লাজার মালিক সোহেল রানার স্ত্রীসহ তাঁর আরও চারজন আত্মীয়কে আটক করেছে পুলিশ। তবে ঘটনার চারদিন পার হলেও সোহেল রানা এখনো গ্রেপ্তার হননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।