আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মনে হয় সত্য নয় কিন্তু সত্য। এরকম কিছু আজব ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম।
o একটা তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেচে থাকতে পারে।
o সিংঘের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
o সামুদ্রিক হাংগর মানুষ্কে হাতের কাছে পেলে মেরে ফেলে কিন্তু অবাক বিষয় মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে।
o কাচ আসলে বালু থেকে তৈরী।
o আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না করতে একবার ট্রাই করতে পারেন।
o আপনি যদি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
o একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড।
o আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর।
o অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ শামুকের ২৫ হাজার দাত আছে।
o চোখ খুলে হাচি দেয়া সম্ভব না। আয়নায় আপনি ট্রাই করতে পারেন।
o বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
o পৃথিবীর প্রানীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।
o আমেরিকার ইলিনয় রাজ্য একটা অদ্ভুত আইন আছে যে কোন মৌমাছি এই শহরের উপর দিয়ে উড়ে যেতে পারবে না।
o মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়।
-------সংগ্রহ
কিছু হয়ত কমন পড়তে পারে।
কমন পড়লে মাফ চাইছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।