আমাদের কথা খুঁজে নিন

   

শুনতে আজব হলেও খাটি সত্য কথা।



আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মনে হয় সত্য নয় কিন্তু সত্য। এরকম কিছু আজব ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। o একটা তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেচে থাকতে পারে। o সিংঘের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়। o সামুদ্রিক হাংগর মানুষ্কে হাতের কাছে পেলে মেরে ফেলে কিন্তু অবাক বিষয় মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে।

o কাচ আসলে বালু থেকে তৈরী। o আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না করতে একবার ট্রাই করতে পারেন। o আপনি যদি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে। o একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড।

o আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর। o অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ শামুকের ২৫ হাজার দাত আছে। o চোখ খুলে হাচি দেয়া সম্ভব না। আয়নায় আপনি ট্রাই করতে পারেন।

o বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম। o পৃথিবীর প্রানীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়। o আমেরিকার ইলিনয় রাজ্য একটা অদ্ভুত আইন আছে যে কোন মৌমাছি এই শহরের উপর দিয়ে উড়ে যেতে পারবে না। o মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়। -------সংগ্রহ কিছু হয়ত কমন পড়তে পারে।

কমন পড়লে মাফ চাইছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.