আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের আওরানো বুলি শুনতে শুনতে হতাশ হোতে চাই না ? তবুও কেন যে............!!!

দেশে গণতন্ত্র নেই দাবি করে নতুন বছরে সরকার পতনের মাধ্যমে তা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বিগত তিন বছর ছিলো সরকারের ব্যর্থতার বছর, জনগণের হতাশার বছর। আমাদের এখন প্রধান লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা। নতুন বছরে জনগণকে সম্পৃক্ত করে দুর্বার আন্দোলনে সরকারের পতন হবে বলে আমরা মনে করি। ” বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন ফখরুল।

এরপর সাংবাকিদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ছাত্র সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বক্তব্য রাখবেন। নতুন বছরের প্রথম দিনে ফখরুল বলেন, “গত তিন বছরে দ্রব্যমূল্য, জ্বালানি তেল, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। আইন শৃৃঙ্খলার চরম অবনতি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়নি।

কোনো প্রতিশ্র“তি তারা (সরকার) রক্ষা করতে পারেনি। উল্টো গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। ” প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সরকারবিরোধী আন্দোলনে সংগঠনটির আরো সক্রিয় অংশ গ্রহণ প্রত্যাশা করেছেন তিনি। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় ছাত্রদল নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ফখরুল ছাড়াও ছিলেন শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.