বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘মানুষকে যাঁরা সম্মান দিতে জানেন না, তাঁদের “না” বলার সময় এসেছে। পাঁচ বছর ধরে উন্নয়নের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে।’
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘প্রতিশোধপরায়ন হয়ে গ্রামীণ ব্যাংক ধ্বংসের পাঁয়তারা চলছে। এই ব্যাংক যদি ধ্বংস হয় তবে নারীর ক্ষমতায়ন ব্যাহত হবে।’ তিনি বলেন, ১৯৯৬ সালের মতো শেয়ারবাজার লুট করে ৩২ লাখ লোককে পথে বসানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দলীয় লোককে বসিয়ে লুটপাট করা হচ্ছে। দলীয় লোকদের নতুন করে বেসরকারি ব্যাংক দেওয়া হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এত টাকা তারা কোথায় পেল?’ পোশাকশিল্প ধ্বংসের প্রয়াস চলছে বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।