আমাদের কথা খুঁজে নিন

   

শুনতে কি পাও?



কোন খানেই নো ম্যান সবখানেতেই ওম্যান ২. বইমেলাতে তুমি ছিলে তোমার মত এ দেশীয় ম্যাম-ও ছিল বইমেলাতে আমিও ছিলাম আমার মত হাজার ছেলের জ্যামও ছিল বইমেলাতে দু'চোখ জুড়ে তোমরা ছিলে, সুন্দরী সব ম্যামেরা-ই এই তোমাদের দৃষ্টিতে হায় আমরানাতো, ছিল চ্যানেল, ক্যামেরা-ই। ৩. মেয়ের জন্য কাঁদে, মায়েরা সেই সাথে কেঁদে যায় বাবারাও, তারপরও মেয়ে তুমি এভাবে বাজে ছেলেদের দিকে পা বাড়াও! মেয়ে কেন দেখোনা গো আমাকে সোনা ফেলে বেছে নাও তামা কে। ৪. নদীর ধারে বসে ছিলে তুমি, নদীর ধারে আমিও ছিলাম সাথে সাী আছে, জোনাকির ওই দল, সামনে পেয়েও আমায় দেখোনি তো দেখেছে চাঁদ, শান্ত নদীর জল। ৫. মুখর রুপালী পর্দা রাখে নায়িকা যা আছে সব ফিল্মে গো আকাশ মুখর থাকে প্রতিদিন চিরচেনা কাক আর চিল মে গো তুমিও মুখর রও তেমনি আমার সরল এই দিল মে গো শুধুই মুখর থাকা নেই আমার তোমার কেনাকাটা বিল মে গো । ৬. পাগলী রে ঢাকা থেকে পাবনা এনে আমায় রেখে ভাগলী রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.