সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
সময়টা আসলে সিক্যুয়ালের। কি সিনেমা আর কি নাটক। কদিন পর হয়ত উপন্যাস, গল্প কবিতারও সিক্যুয়াল চলে আসবে। কারন একবার চলা শুরু করলেই সেটাই যুতসই এমন একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায়।
ছবিঃ এখান থেকে নেয়া।
গত ঈদে পেপারে সংবাদ পড়েছিলাম বাংলা ছিঃনেমা নিয়ে। নাম ছিলো- ভালোবাসা দিবি কিনা বল....স্মৃতি বিটলামি না করলে সম্ভবত সিনেমার স্টিল একটা ছবি ছিলো পেপারে>>নায়িকা আঙুল উচিয়ে রাগী ভঙ্গিতে তাকিয়ে আছে নায়কের দিকেঃ ভালোবাসা দিবি কিনা বল/// এই হলো সিনেমা। হায়রে ভালোবাসা। এটাও এখন নম্রতার জায়গায় কাঠিন্যের বাজারে প্রবেশ করলো।
যামানটাই এমন। কেন দিবি না....দিতে হবে...তুই দিবি না কেন, তোর বাপও দেবে এমন আরকি..। নেটে ঐ ছবিটা পেলাম না, অবশেষে যা পেলাম তাই দিলাম।
এবার মনে হয় ঐ বাংলা ছিঃনেমার আর সিক্যুয়াল হয়ে গেল বাস্তব জীবনে....
বিয়া দিবি কিনা বল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।