ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।
বিয়া শাদী মাইনসে করে? এত্তো এত্তো ঝামেলা কইরা খাল কাইটা কুমির আননের কোন মানে আছে। খাই দাই ফুর্তি করি, মৌজ মাস্তি লাইফের অবসান ঘটাইতে এত আনন্দের কি আছে সেইটাই আমার মাথায় ঢুকে না।
কে যেন কইছিল একবার, পুরুষ মানুষ দুই প্রকারঃ জীবিত আর বিবাহিত। আইইউটি তে থাকার সময় সবুজ ভাই সাথে মোটামুটি বেশ খাতির ছিল আমাদের।
বাইরে বের হবার পরও সবুজ ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ, অনেক রাত পর্যন্ত আড্ডা, ঘোরাফেরা, খাওয়াদাওয়া কত কিছু হইত। আর উনি বিবাহ করার পর থেকে রাত নয়টা বাজলেই উঠার জন্য উসখুস করেন আর যাবার সময় বলেন, যাই রে…
অবশ্য বউ নিয়া সবচেয়ে সুখী বোধহয় মাসুম ভাই। উনার বউ বিষয়ক লেখাগুলা পইড়া হাসতে হাসতে খবর হয়া যায়। কবে যেন মাসুম ভাইয়ের স্ট্যাটাস দেখছিলাম ফেসবুকে। “চল্লিশ বছরের একটা বউয়ের বদলে বিশ বছরের দুইটা বউ চাই।
” নতুন নতুন বিয়ার পরে তাইফুর মামার এইরকম একটা লেখা পইড়া মনটা উদাস হয়া গেছিল।
বিয়া মানেই পেইন। লাখ লাখ ট্যাকা খরচ, ফর্মালিটি, বাপরে বাপ। কনের বাড়িতে হলুদের জিনিস পাঠাইতে একটু লেট হইছে? কিংবা খাওয়ানোর সময় কারো রোস্টটা একটু কম ভাল হইছে? ব্যস, আপনে শ্যাষ। সারা জীবন সেই খোঁটা খাইবেন।
বিয়ার একমাত্র ভাল জিনিস হইল এইটা মাইয়া পটানোর জন্য গ্রেট জায়গা। গেট ধরার সময়, হাত ধোয়ানোর সময়, ছবি তুলার সময় কি মধুর খুনসুটি.. আহ…
বিয়ার সময় আরেকটা ভাল জিনিস আছে। সেইটা হইল যৌতুক। ছিঃ যৌতুক বলা ঠিক না। বরের বাপ মুখে মধু মাখায়া কহেন, “আমাদের কোন দাবি দাওয়া নাই, আমরা যৌতুকে বিপক্ষে।
আপনারা খালি খুশি হইয়া ছেলেকে একটা হোন্ডা, একটা কালার টিভি, একটা ফ্রিজ আর নগদ দুই লাখ ট্যাকা দিবেন। ” শুনিয়া কন্যার বাপ ঢোক গিলিয়া মুখে কাষ্ঠ হাসি ধরিয়া রাখেন।
চারপাশে বড়ভাইদের এত বিয়া শাদীর যৌতুক থুক্কু গিফট দেইখা ঠিক করলাম কি কি নিমু। আগ্রহী কন্যাদায়গ্রস্ত পিতারা আওয়াজ দিয়েন। কন্যা নিজে আওয়াজ দিলেও চলপে।
অফার সীমিত সময়ের জন্য।
০১. Apple MacBook Pro Summer 2009 (Core 2 Duo 2.8GHz, 4GB RAM, 500GB HDD, NVIDIA GeForce 9400M + 9600M GT with 512MB, 15-inch)
ফুল স্পেসিফিকেশন এইখান থিকা দেইখা আসেন।
দাম এক্কেবারে হাতের নাগালে। মাত্র ২১৫০ ডলার।
02. একখান 70″ BRAVIA XBR7 Series HDTV.
বিস্তারিত আছে এইখানে ।
এইটা তো পানির মত সস্তা। মাত্র $19999.99 এক সেন্ট ফেরত পাবেন। সেইটা দিয়া কটকটি খাইবেন।
০৩. একখান সনি PlayStation 3
আর সেই সাথে GTAIV সহ সবগুলা বস বস গেমের ডিভিডি।
০৪. একখান ASTON MARTIN VANQUISH-S ULTIMATE EDITION
DB9 টা দিলেও মাইন্ড করুম না।
কেউ চাইলে Brochure টা দেইখা আসতে পারেন।
ট্যাকা পয়সার কথা আর কইলাম না।
০৫. কমপক্ষে ১ গিগাবাইট পার সেকেন্ডের একটা ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন যেইটা সারাদুনিয়ার সবখানে কাভারেজ আছে।
সেই সাথে র্যাপিডশেয়ার, মেগা আপলোড, হটফাইল, ইজিশেয়ার ইত্যাদি যা যা আছে, সবগুলার আনলিমিটেড ট্রাফিকওয়ালা প্রিমিয়াম অ্যাকাউন্ট।
০৬. একখান Nokia N900.
সেই সাথে একখান গ্রামীণের সিম, যেইটার বিল সারাজীবন মেয়ের বাপের বাড়ীর লোক জন শোধ করবে।
০৭. সব শেষে এইদুইটার যে কোন একটারে বউয়ের লগে ফ্রি তে দিতে হবে।
আরো ছবি এইখানে
অথবা
অবশ্য শ্বশুর বাড়ির লোকেরা যদি এমন সোনার টুকরা জামাই পাইয়া খুশি হইয়া দুইটারেই দেয়, আমি কেমনে না করি কন?
বিশেষ দ্রষ্টব্যঃ এই জিনিসগুলা দিলে বউটারে না দিলেও চলবে। আপনাদের আদরের মেয়ে, শ্বশুরবাড়িতে পাঠায়া কষ্ট করানের কাম কি? তারচেয়ে আপনেগো কাছেই আদরে থাউক।
অনেকদিন আগে নাফিস ইফতেখার এইরকম একটা পোস্ট দিছিলেন। সেইটা থিকা অনুপ্রাণিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।