আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা কি জানেন “কনে বরের বাম পাশে বসে কেন”?



আমরা সবাই জানি বিয়ের পর বর কনের ডান পাশে বশে আর কনে বসবে বরের বাম পাশে কিন্তু কেন? আমরা সবাই যুগ যুগ ধরে এটা জানি এবং মানি কিন্তু কেন এটা করি তা জানি না। তাহলে জেনে নিন তার কারন। এই প্রথা চালু হয়েছিল সেই যুগে যখন শক্তিমানকে সবাই পুজা করত। জোর যার মুল্লুক তার অনেকটা সমাজের কাঠামো ছিল এরকম। তাই অধিকাংশ ক্ষেত্রে বর পাশের গ্রাম বা রাজ্য থেকে কনেকে জোর করে তুলে আন্তেন বা বিয়ে করতেন। এমন প্রায়ি হতোযে বউ নিয়ে ফেরার পথে কনের রুপগুনে মুগ্ধ হয়ে অন্য কারো দ্বারা হামলার মুখোমুখী হতে হতো। আর এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বর ডান হাতে রাখত তলোয়ার আর বাম হাত দিয়ে ধরে রাখত কনেকে। তবে অনেকের মতে সেই সময় ডাকাতের আক্রমন হতো বেশী এই জন্য ডাকাতের হাত থেকে কনেকে রক্ষা করার জন্য এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার রাখত বর ডান হাতে। সেই থেকে এই রেওয়াজ চালু আছে আমাদের সমাজে যা আজো আমরা পালন করে আসছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.