আমাদের কথা খুঁজে নিন

   

তন্দ্রা প্রস্তুতি

কবিতা

তন্দ্রা প্রস্তুতি তন্দ্রা। পাশে এসে বসলো। তখন ধীরে ধীরে রাত তখন আড়াল নেই কোনোখানে। তন্দ্রা। মাঝখানে নদীটি ভাঙলো।

হাতে বনজঙ্গলের শীর্ষ, আমি পথের প্রার্থনা করি -তন্দ্রা পলায়ন, তন্দ্রা দৌড়। অনেকেই ভেবেছিলো এর আগে বহু ডাল আছে অনেক পাহাড় কেটে বসতির কথা বলবো। অথচ এটি সত্যি এর পূর্বে কিছু নেই। যদি থাকে সেতো তন্দ্রা। আমার সমস্ত ডাক, হাড়ে হাড়ে।

এভাবে পথের বর্ণনা দিই এভাবে পথের চিহ্ন খুলে খুলে আমাদের জন্মশিলা আলোড়ন এবং প্রাপ্তিতে প্রহরগুলো নিরুদ্দেশ। যেভাবে পুড়েছি হাতে হাতে যেভাবে আহার মাত্র রাত্রিবীজ থেকে আসে যেভাবে এখন আরোহণ হয় সেভাবে অতল ভেঙ্গে ভেঙ্গে স্রোতমূখী ভাসমান। তন্দ্রা প্রথম দরোজা খুলে উন্মুখর। তন্দ্রা। 'বাল্মীকির মৌনকথন' থেকে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।