আমাদের কথা খুঁজে নিন

   

তন্দ্রা তাড়াতে ব্যাস্ত




মহা কাজের ভীড়ে নিষ্কর্ম যুবক
তন্দ্রা তাড়াতে ভীষণ ব্যাস্ত।
চারকোণা মনিটরে যাবতীয় রাজনীতির অঘটনা
রিডিং পড়ার মগ্নতায় ভাবে
বেতনটা পেলে ধার শোধাবো
আর শিউলি ফুলের মালা কিনে
ছুটি কাটাবো একজনের সাথে একটা দিন।

শ’খানেক মানুষের মাঝে নিঃসঙ্গতার
রুটিনে কাটে পাঁচ ছয় ঘন্টা।
যখন কাজ থাকে, ভালো থাকে জগৎ
যেন ঠিকই সূর্য উঠছে ডুবছে প্রতিদিন।
না হয় থমকে দাড়ায় পদ্মার ঢেউ,
প্রতিটি ফোটা শূন্যে বিশ্রাম করে,
বিষিয়ে উঠে রঙ বদলে হয় তিক্ত।

দোটানা মনের দর কষাকষি আর ভাল্লাগেনা,
যুদ্ধ জয়ের বাসনা কেবল মরিচিকা হয়ে
সিন্ধু পাড়ে দাঁত উঁচিয়ে অট্ট হাসে।
ভাবতে অবাক লাগে ! সব্বারই কি
এই আদলে চলছে দিন বা চলবে ?
নাকি “নিঃস্বঙ্গ লোক পশু বা দেবতা”
এই কাতারে কেবল ক’জন মানুষ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।