আমাদের কথা খুঁজে নিন

   

অনিকেত রৌদ্রের তন্দ্রা আনে কাবুলিওয়ালা সময়

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় অবনত লজ্জা। বেমালুম ভুলে গেছে পূর্বচ্ছাস। অণির্বাণ কাটা গুণে যায় ক্ষয়িষ্ণু আলোর রেখা। বিদুরিত জলের কাছে জমা থাকে বৈকালিক ভাবনা। ঝিরি ঝিরি আঁধারে টুপটাপ সাঁতারের মচ্ছব।

দৈন্যতার দেয়ালে নতুন সংযোজন। কাবুলিওয়ালা সময় অনিকেত রৌদ্রের তন্দ্রা আনে শ্যামল মেঘের ঘরে। সলাজ বধুর কলসে লুকিয়ে থাকে অনাহুত শরৎ। নূপুর বাতাস হারিয়ে যায় ছলাৎ পথে। নাকফুলের মৌগানে বেহুলা কাঁদে অষ্টাদশী পূর্ণিমার কোলে।

বাহারি গোধূলির আলো বিদায় জানায় অবারিত দিনান্তের পাখিকে। নৈরাগ্যের একতারায় বৈরাগ্য তান। কুশলি বালকের পকেটে ভো-কাট্টা চন্দনা। বালিকার নাটাই আঁচলে বাধা দেবদারু সকাল। সর্ষে শালুকের চোখে সমাহিত কাজল দুপুর।

বিমোহিত কোকিল উড়ে যায় সবুজ পাহাড়ে। দগ্ধ জড়ো দেহে আবক্ষ আত্মার ক্রন্দন। নাগরিক শিমুল ভুল গেছে রুদ্র পলাশের কথা। খোলসে কাকলির মুগ্ধতা নিয়ে পড়ে থাকে শ্যাওলা ঘরে। কার্নিশের দেয়েল ভাবে যৌবতী কবিতার ভূতকাল।

কলঙ্কিত জানালায় সর্পিল পর্দা কেঁপে ওঠে চড়ুই ঝাপটায়। শ্লোগান আর কত ঘুমাবে দেয়ালে দেয়ালে। এবার জাগো --- স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ুক গাঙচিলের মিছিলে ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।