আমাদের কথা খুঁজে নিন

   

অকালেই ঝরবে বুঝি জীবন উপাখ্যান

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

টুকরো টুকরো আঁধার মাঝে বিন্দু বিন্দু জল, ঝাপসা চোখে তোমার ছবি করে টলমল। দুয়ারখানা মেলে রেখে দাড়িয়ে থাকি একা, আঁধার চিরে এক ঝলকে দাওনা একবার দেখা। তোমার দেখা পাইনা আমি কতদিন যে হল, কান্নার জলে আমাকে আর ভাসাবে কত বল। কষ্টের এক ফুলদানিতে বিবর্ণ্ ফুল খানি, ঝরে ঝরে পাপড়িশূণ্য দাওনা একটু পানি। তোমার একটু দাক্ষিণ্যে দাওগো আমায় ঠাঁই, সকল কষ্ট যাবে উড়ে তোমায় যদি পাই। নয়তো এই জীবনমেলার হবে গো অবসান, অকালেই ঝরবে আবার জীবন উপাখ্যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।