আমাদের কথা খুঁজে নিন

   

একলা একা কাক

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । একলা একা কাক একাই বসে থাক তুই কাঁ কাঁ স্বরে ডাকলে পরে আসে ঝাকের ঝাক । তারপরে হয় কাঁ কাঁ কর্ণকুহর অত্যাচারে চোখদুটো হয় বাকা আ: না পাই যেন আর দেখা । ভরদুপুরে হাওয়ায় উড়ে খোলা আকাশ বারেক ঘুরে আবার এসে বসিস আমের ঢালে বাসার খোলে চুপটি মেরে থাকিস ।

মাঝে মাঝে একা মনে কাঁ কাঁ স্বরে ডাকিস উ: ভালইতো তুই পারিস । কী রোদেলা কী মেঘলা সব সময়ই অনাচার তোর কর্কশ স্বরে ঘুম ভেঙ্গে হয় পগারপার । তবু তোর নেই একটু থামা একটুকু ক্ষণ এক লহমা । মাঝে মাঝে সুযোগ বুঝে ছোবল মেরে খাবার কেড়ে বসিয়ে দিস ভাগ এসব দেখে তোর উপরে হয় যে ভীষণ রাগ । প্রতিটা দিন পাই যে দেখা ঝোলা তারে একা একা কারি খোজে দিবানিশি উদাস মনে থাকিস বসি ।

কালো বরণ বড় মায়া ভ্যালকনিতে পড়লে ছায়া কোনটা কালো বুঝা যে দায় ? শরীর নাকি তোর ছায়ায় ? কালোই ভালো কালোই আলো কালো বারুদেই আগুন জ্বালো । সহজ সরল কাক কোকিলের ডিমে তা দিয়ে যায় নির্বাক । কাককে সবে করি হেলা তাকে নিয়ে করি খেলা । এত বোকা সোকা পাখিটা একা তাকে ছাড়া আজ প্রকৃতি খাঁ খাঁ । ছবি : সংগৃহীত ।

ছবি লিংক: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।