আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যাটিকানের সমালোচনায় সুইজারল্যান্ডের যাজকপ্রধান



ধর্মযাজকদের দ্বারা শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনাগুলো আরও গুরুত্বের সঙ্গে দেখতে ভ্যাটিকানের প্রতি আহ্বান জানিয়েছেন সুইজারল্যান্ডের এক মঠের প্রধান মার্টিন ওয়েরলান। সে দেশের সনতাগস ব্লিক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। ইনসিডিন মঠের প্রধান ওয়েরলান বলেন, ‘আমাদের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে। কারণ, রোমের গির্জার নেতৃত্ব বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে না বলে আমার মনে হচ্ছে। ’ খবর রয়টার্সের।

ওয়েরলান আরও জানান, ২০০১ সালের ডিসেম্বরে ইনসিডিন মঠের দায়িত্ব গ্রহণের পর সেখানকার ৭৭ জন যাজকের মধ্যে অন্তত তিনজন যৌন নিপীড়নের মতো অপরাধ করছিলেন। ক্ষতিগ্রস্তরা বিচার চেয়েও পায়নি। ওয়েরলান বলেন, ‘গির্জার নেতাদের শিখতে হবে এ ধরনের পরিস্থিতিতে কীভাবে দ্রুত পদক্ষেপ নিতে হয়। এ ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পোপের মুখ থেকে শব্দ বেরোবে। ঘটনা ঘটার দুই মাস পর নয়।

’ সুইজারল্যান্ডের ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ যাজকদের হাতে শিশুদের ওপর যৌন নিপীড়নের ১০টি অভিযোগের ব্যাপারে তদন্ত করছে বলে জানিয়েছে। ধর্মযাজকদের হাতে শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় ইউরোপে যে ঝড় বয়ে যাচ্ছে, সুইজারল্যান্ড তাতে আক্রান্ত সর্বশেষ দেশ। সনতাগস-এর এক রিপোর্টে জানা যায়, সুইজারল্যান্ডের মধ্যপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের নেতা ক্রিসটোফ ডারবিলে যৌন নিপীড়নকারী যাজকদের কালো তালিকাভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারীরা যেন আর কখনোই শিশুদের সঙ্গে কাজ না করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।