আমাদের কথা খুঁজে নিন

   

শিশু যৌননিগ্রহ: ভ্যাটিকানের সমালোচনায় জাতিসংঘ

শিশু যৌননিগ্রহের ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভ্যাটিকানের ভূমিকার সমালোচনা করল জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘের শিশু অধিকার রক্ষা কমিটির রিপোর্টে বলা হয়, যৌননিগ্রহে অভিযুক্ত এবং সন্দেহভাজন যাজকদের অবিলম্বে পদ থেকে যেন সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ, ভ্যাটিকানের ব্যবস্থায় নিগৃহীতরা ন্যায়বিচার তো পাচ্ছেই না, উল্টো পার পেয়ে যাচ্ছে দোষীরা। গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের কমিটি বলেছে, শিশুদের ওপর যৌননিগ্রহের ঘটনা বেড়ে চললেও তা স্বীকার করছে না ভ্যাটিকান। এমনকি ঘটনাগুলি চিহ্নিত করারও কোনও চেষ্টা করা হচ্ছে না। তাছাড়া শিশু সুরক্ষার বিষয়েও ভ্যাটিকান প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এদিকে, ভ্যাটিকান জাতিসংঘের রিপোর্টটি খতিয়ে দেখে শিশুদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.