আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যাটিকানের ক্ষমতা বদলের ডাক পোপের

পোপ হিসাবে প্রথম লেখা একটি দলিলে ক্ষমতার এ বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সিস।
এতে তিনি বলেন, পোপের ক্ষমতার পরিবর্তনের ব্যাপারে পরামর্শের জন্য তার দ্বার খোলা রয়েছে।
মার্চে পোপ নির্বাচিত হওয়ার পর থেকেই ফ্রান্সিস বেশ কয়েকটি বিষয়ে আগের পোপদের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার পরিচয় দিচ্ছেন।
বিশ্বে অর্থনৈতিক বৈষম্য যেভাবে বাড়ছে তা একসময় সংঘাতে ফেটে পড়া অনিবার্য বলে সতর্ক করেছেন পোপ। সেইসঙ্গে সবার আগে মানুষকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বিষয়ে ভ্যাটিকানের মনোভাব পরিবর্তনেও সাধ্যমত চেষ্টা করার অঙ্গীকার করেছেন তিনি।


ভ্যাটিকানের আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যবস্থা পোপ এরই মধ্যে নিয়েছেন। তার লিখিত বার্তায় এটি স্পষ্ট যে, দরিদ্র মানুষের দুর্ভোগে সমব্যথী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ক্ষমতা কেন্দ্রিক চার্চ চান না। কারণ ভ্যাটিকান চার্চকে খুব বেশি স্বার্থকেন্দ্রিক বলেই মনে করেন তিনি।
বিবিসি জানায়, বড় ধরনের পরিবর্তনগুলো এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছে দলিলে। ফ্রান্সিস লিখেছেন, ‘আমরা সবসময় এটি এইভাবে করি’- চার্চের এ মনোভাবের পরিবর্তন ঘটতে হবে।


পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষদেরকে সাদরে বরণ করে নেয়া এবং তাদের যথাযোগ্য সম্মান দেয়ার জন্যও লেখনীতে খ্রিস্টানদেরকে আহ্বান জানিয়েছেন পোপ।
তিনি বলেছেন, ইসলামের সঙ্গে সম্পর্কর্কে গুরুত্বের সঙ্গে নিতে হবে ক্যাথলিক চার্চকে। কারণ, ঐতিহ্যবাহী বহু ক্যাথলিক দেশেই এখন অভিবাসী মুসলিমদের সংখ্যা বাড়ছে।
তিনি আরো বলেন, “তাদেরকে সম্মান এবং সহমর্মিতার সঙ্গে সাদরে বরণ করে নেয়া আমাদের খ্রিস্টানদের উচিত, যেমনটি আমরাও তাদের কাছ থেকে আশা করি। ”
পোপের নতুন দলিলটিতে অবশ্য কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে কিছু উল্লেখ নেই।

যেমন: গর্ভপাতের বিষয়ে চার্চের শিক্ষার পরিবর্তন এবং নারীদের পুরোহিত না হওয়ার মতো বিষয়গুলো।
তবে পোপ এরই মধ্যে ৮ জন কার্ডিনালের একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তারা আগামী সপ্তাহে রোমে দ্বিতীয়বারের মতো সংস্কার পরিকল্পনা নিয়ে বৈঠক করবেন।
এর আগে গত মাসে পোপ ফ্রান্সিস কার্ডিনালদের বিশেষ একটি দলের সঙ্গে ভ্যাটিকান প্রসাশন সংস্কারের বিষয়টি নিয়ে প্রথম বৈঠক করেন।
একটি পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যাটিকানে ক্ষমতা বদলের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন পোপ।

আর এখন সদ্য প্রকাশিত লেখনীতে তিনি বলেন, “ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত থাকলে চার্চ জীবন ও এর কাজেকর্মে তা সহায়ক না হয়ে বরং জটিলতাই বাড়ায়”।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।