আমাদের কথা খুঁজে নিন

   

কমিউটার ট্রেনে চট্টগ্রামে সড়কে চাপ কমার আশা

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) তাফাজ্জল হোসেন শুক্রবার জানান, শনিবার সকালে  রেলমন্ত্রী মুজিবুল হক চট্টগ্রাম রেলস্টেশনে নতুন এই ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) ট্রেনের যাত্রা উদ্বোধন করবেন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, শনিবার থেকে প্রতিদিন চট্টগ্রাম রেলস্টেশন থেকে ফৌজদারহাট, সল্টগোলা হয়ে আবার রেলস্টেশনে ফিরে আসবে সার্কুলার কমিউটার ট্রেন। এরপর সেটি নগরীর জানালি হাট হয়ে আবারও চট্টগ্রাম রেল স্টেশনে ফিরবে। নগরীর ১৬ থেকে ১৭টি স্থানে এই ট্রেনে ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকাল সাড়ে ৪টায় ট্রেনটি ওই দুই রুটে চলাচল করবে।


এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের অপর কমিউটার ট্রেনটি লাকসাম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে ভোর সাড়ে ৫টায়। এটি আবার চট্টগ্রাম রেল স্টেশন থেকে লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল সাড়ে ৫টায়। এ পথে ১২টি স্টেশন থেকে যাত্রী উঠা-নামা করবে।
নতুন এই ট্রেন চালু হলে এই সব রুটের যাত্রীদের সময় ও অর্থের সাশ্রয় হবে বলে মনে করেন রেলওয়ের মহাব্যবস্থাপক। এতে সড়কপথের ওপর চাপ কমবে বলেও মনে করেন তিনি।


কিছু দিনের মধ্যেই চট্টগ্রাম নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী পরিবহনের জন্য আরো দুটি কমিউটার ট্রেন চালু করা হবে বলে জানান তাফাজ্জল হোসেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রাফিক বিভাগের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট ওমর ফারুক জানান, যাত্রী ওঠা-নামার প্রতিটি স্টেশনে কমিউটার ট্রেনে ভ্রমণের টিকিট সরবরাহ করা হবে। এর সর্বনিম্ন ভাড়া হবে ১৫ টাকা, যাতে অন্তত ৩৩ কিলোমিটার ভ্রমণের সুযোগ থাকবে। আর চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত ১২০ কিলোমিটারের ভাড়া হবে ৬০ টাকা।
প্রতিটি ট্রেনে থাকছে তিনটি করে বগি, যাতে ১৫১টি আসন রয়েছে।

দাঁড়িয়েসহ ট্রেনে মোট ৩০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।
ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের সামনে ও পিছনের অংশে চালকের আসন রয়েছে। তাই দুই দিক থেকে চালানো যাবে এই ট্রেন। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার।
সম্প্রতি ৫৮ দশমিক ৩১ মিলিয়ন ডলার ব্যয়ে চীন থেকে  মোট ২০টি ডিইএমইউ ট্রেন আমদানি করে বাংলাদেশ রেলওয়ে।

এর মধ্যে ১৪টি ট্রেন ইতিমধ্যে দেশে পৌঁছেছে।
এর আগে গত ২৩ এপ্রিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দুটি ডিইএমইউ ট্রেন যাত্রী পরিবহন শুরু করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।