মঙ্গলবার সকালে নগরীর বটতলা রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে যায় ট্রেনটি। দুপুরে তা আবার ফেরত আসে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ের চুক্তি হলে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহন করবে একজোড়া কমিউটার ট্রেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুক্তি হলেই শিক্ষার্থীরা নির্দিষ্ট টাকার টিকিট কেটে এই ট্রেনে যাতায়াত করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন আগের সময়সূচি ধরেই চলাচল করবে বলে জানান তিনি।
চীন থেকে আমদানি করা এ ট্রেনগুলো ‘ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ বা ডেমু নামে পরিচিত হলেও বাংলাদেশে কমিউটার বা সার্কুলার ট্রেন নামে পরিচিত।
প্রতি সেট কমিউটার বা সার্কুলার ট্রেনে তিনটি বগি আছে। প্রতিটি ট্রেন ৩০০ যাত্রী বহন করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।