শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক এই ট্রেন উদ্বোধন করেন।
এর পর নগরীর ভেতরে একটি সার্কুলার এবং চট্টগ্রাম-লাকসামের পথে কমিউটার ট্রেনটি যাত্রা করে।
পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনও ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক নৈরাজ্যের হাত থেকে রেল সম্পদকে বাঁচিয়ে রাখতে সবাইকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।
“নৈরাজ্যকারী-স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির দেশের রেলসহ কোনো ক্ষেত্রে উন্নয়ন চায় না।
এ জন্য তারা বিভিন্ন সময় রেলের বগি, ইঞ্জিন ও স্থাপনা জ্বালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ”
চট্টগ্রাম রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য আবুল কাশেম, হাসিনা মান্নান ও বেগম চেমন আরা তৈয়ব, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রমুখ।
সার্কুলার-কমিউটার ট্রেন চালুর মাধ্যমে চট্টগ্রামের মানুষদের যাতায়াতের সুবিধা বেড়ে যাবে।
চীন থেকে আমাদানি করা ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) দেশে সার্কুলার ও কমিউটার ট্রেন নামে পরিচিত হচ্ছে।
চট্টগ্রাম নগরীতে প্রতিদিন সার্কুলার ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ফৌজদারহাট, সল্টগোলা হয়ে আবার রেলস্টেশনে ফিরে আসবে।
এরপর এটি নগরীর জানালীহাট হয়ে আবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরে আসবে। ট্রেনটি নগরীর ১৬/১৭ স্থানে যাত্রী উঠা-নামা করবে।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকাল সাড়ে ৪টা ট্রেনটি দুই ট্রিপে ওই পথে চলাচল করবে।
কমিউটার ট্রেনটি লাকসাম থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে সকাল সাড়ে ৫ টায়। এটি পুনরায় চট্টগ্রাম থেকে লাকসামের পথে ছেড়ে যাবে বিকাল সাড়ে ৫টায়।
এটি পথে ১২টি স্টেশনে যাত্রী উঠা-নামা করবে।
স্টেশনের পাশাপাশি ট্রেনের ভেতরেও টিকিট পাওয়া যাবে। এর সর্বনিম্ন ভাড়া হবে ১৫ টাকা, যাতে কমপক্ষে ৩৩ কিলোমিটার ভ্রমণের সুযোগ থাকবে।
এছাড়া চট্টগ্রাম থেকে লাকসাম ১২০ কিলোমিটারের ভাড়া হবে ৬০ টাকা।
প্রতি সেট কমিউটার ট্রেনে রয়েছে তিনটি করে বগি।
এ তিন বগিতে আসন আছে ১৫১টি। দাঁড়িয়েসহ প্রতিটি ট্রেনে মোট ৩০০ যাত্রী বহন করা যাবে বলে রেল কর্মকর্তা জানান।
এ সব ট্রেন দুই দিক থেকে চালানো যাবে। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার।
চীন থেকে ৫৮ দশমিক ৩১ মিলিয়ন ডলারে মোট ২০ সেট কমিউটার ট্রেন আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে।
এর মধ্যে ১৪ সেট ডিইএমইউ ইতোমধ্যে দেশে এসেছে।
এর আগে গত ২৪ এপ্রিল থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে দুই সেট কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।