বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই।
শুরু করা যাক:
মনে করুন আপনি আপনার ডেস্কটপে ফোল্ডার অপশন তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}। কিছু কি দেখতে পেলেন? ডেস্কটপে একটা ফোল্ডার অপশন তৈরি হয়ে গেছে – ঠিক?
শুধু কন্ট্রোল প্যানেল বলে না, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণে আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন খুব সহজেই।
তবে একটা কথা এই যে, আপনি চাইলে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারেন।
অন্যান্য বিশেষ ফোল্ডারের জন্য কি নাম দিতে হবে তা নিচে দেওয়া হলো-
কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
জেমস্
মাইজদী কোর্ট
নোয়াখালী
০১৭৩২৩৯৫৫৬৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।