দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় ছবিবিষয়ক প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে ‘উইকি লাভস মনুমেন্টস ২০১২’ (www.wikilovesmonuments.org) শীর্ষক প্রতিযোগিতা। সম্প্রতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় চলতি বছর তিন লাখ ৫৩ হাজার ৭৬৮টি ছবি জমা পড়েছে! এতে ৩৩টি দেশের ১৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। ২০১১ সালে প্রথমবারের মতো শুধু সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ডব্লিউএলএম চালু হয়। সে বছর ১৮টি দেশের পাঁচ হাজার ৪০০ প্রতিযোগী ছবি জমা দেয়।
সেটিও ছিল সে বছর পর্যন্ত ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা। চলতি বছর সে রেকর্ডও ভেঙেছে।
মূলত বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ছবিগুলো মুক্ত সোর্সে আনার বিশেষ উদ্যোগ নিয়ে চালু হয় ডব্লিউএলএম। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে অংশগ্রহণকারী দেশ থেকে সেরা নির্বাচিত ছবিগুলো আন্তর্জাতিকভাবে ডব্লিউএলএম প্রতিযোগিতায় অংশ নেয়।
সেখানে সেরা ছবিগুলো নির্বাচন করে উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে (http://commons.wikimedia.org) যুক্ত করা হয়। আগামী বছর বাংলাদেশও ডব্লিউএলএমে অংশ নেবে বলে জানিয়েছেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান। তিনি বলেন, ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকে। কিন্তু বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রায় নেই বললেই চলে। এটিকে আমরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের সামনে উপস্থাপনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি।
’ —নুরুন্নবী চৌধুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।