সামহোয়ারে প্রবেশ করলে ডাটা ট্রান্সাফার হিসেবে ই-প্রথম আলো ও গুনীজন ডট অর্গ এর নাম আসে কেন? এখানে তো অনেক টেকনিক্যাল পার্সন আছেন। তাদের কাছে জানতে চাই এ বিষয়ের উত্তরটা। আমি মজিলা দিয়ে সামহোয়ারে প্রবেশ করার সময় গুনীজন ও ই প্রথম আলো থেকে ডাটা ট্রান্সফার হচ্ছে তা ব্রাউজারের স্ট্যাটাস বারে এ তথ্য দেখানের পর সামহোয়ারের পেজ খুলছে। এটা তো হওয়ার কথা না। যেহেতু আমি সামহোয়ারে ইউআরএল লিখছি ডাটা ট্রান্সফার তো সামু থেকে হওয়ার কথা। গুনীজন এবং ই প্রথমআলো হয়ে সামুর ডাটা ট্রান্সফার হচ্ছে এরকমটাতো দেখানোর কথা না। সামু কি হ্যাকিংয়ের শিকার। বিষয়টা নিয়ে ভাবুন কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।