আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারে নতুন ফিচার চাই

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ব্লগে আসছি বেশিদিন হয় নাই। বাংলা ব্লগ হিসাবে সামহোয়ারে অনেক ফিচার আছে। তারপরও আরো কিছুর প্রয়োজন বোধ করতেছি। ১) আমার পোস্টে কেউ মন্তব্য করলে আমি তার জবাব দিতে পারি। কিন্তু আমার জবাব ভুল হলে তা মুছে ফেলতে পারি না।

শুধুমাত্র আমার জবাব মুছা যায় না, মুছতে হলে দুইটাই মুছতে হয়। শুধুমাত্র আমার জবাব মুছার ব্যবস্থা করা যায় না? ২)অনেক প্রিয় ব্লগার আছেন যাদের ব্লগ প্রতিদিন ভিজিট করা সম্ভব হয়ে উঠে না। যার ফলে তাদের নতুন লেখাগুলো পড়ে পড়তে হয়। এরকম একটা নোটিফিকেশনের ব্যবস্থা করা যায় না যাতে তাদের ব্লগ ভিজিট করব না, কিন্তু মেইল বা ব্লগের নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের নতুন লেখাগুলোর একটা লিংক আসবে? ৩)"নতুন ব্লগ লিখুন"- এখানে উপরে ইমোটিকন যোগ করার অপশন থাকে। মন্তব্যে রেডিমেড ইমোটিকন যোগ করার অপশন দেয়া যায় না ৪)কে মাইনাস দেয় আর কে প্লাস দেয় তার নাম প্রকাশ করার ব্যবস্থা থাকা।

৫) একটু পর পর অটোমেটিক্যাললী লগ আউট হয়ে যায়! ৬)শোকেসে ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হত। ৭)ব্লগার পরিসংখ্যানে: "লাস্ট লগইন" ডেটা চাই!!! প্রশ্লগুলান কারে করলাম আল্লাহ মালুম! লেখাটা ব্লগের ডেভেলপার গোছের কেউ দেখলেই হয় আপনাদের মাথায় এরকম আর কি আছে? (ড়ঝাখাড়/ছাগু বিষয়ক না ) ***৫, ৬, ৭ নাম্বারের জন্য কতবতবকতকত কে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.