সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....
আমি কখনো সামহোয়ারে এমন দিন পাইনি। হ্যাঁ এমন হয় যে কোন দিন হয়তো ব্লগে ব্লগার কম থাকেন। কিন্তু আজকের ব্যাপারটা একদমই আলাদা লাগছে। মনে হয় ইচ্ছা থাকা সত্বেও অনেক ব্লগার আজকে সামহোয়ারে ঢুকতে পারছেন না। সামহোয়ার আমার কাছে নেশার মত, একদিন না বসতে পারলে অস্থির হয়ে ঘুরে বেড়াই।
আজ নিশ্চয়ই অন্যদেরও ব্লগে বসতে না পেরে কষ্ট লাগছে। আপনারা কি কেউ বলতে পারেন কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হতে পারে। বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়েও বিশদ জানতে ইচ্ছে হচ্ছে।
বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বলেই জানতাম। কোন গণতান্ত্রিক দেশে সরকার এভাবে নেট বন্ধ করে রাখতে পারে!!!!! অদ্ভুত!!!
"উদাসী স্বপ্ন", "কৌশিক আহমেদ", "প্রচেত্য" এছাড়াও রোজ যারা ব্লগে থাকেন সবাইকে মিস করছি।
বর্তমান পরিস্থিতির ভুক্তভোগী সকল ব্লগারদের জন্য সমবেদনা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।