"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
তোমাতেই হবো বিলীন
রাতের কপালে যদি না থাকে চাঁদের টিপ,
তুমি আঁধারে জ্বালিয়ে দিও তোমার রূপের প্রদীপ।
ভরা বসন্তে যদি না ফুটে ফুল গাছের শাখায়,
তুমি এঁকে দিও আলপনা প্রজাপতির পাখায় পাখায়।
শ্রাবণের রাতে যদি না ঝরে বৃষ্টি অভিমানে,
তুমি একটুও কাঁদোনি বলে দিও মেঘের কানে কানে।
ঝরে যদি বকুল রাতের আঁধারে নিঃশব্দে একা,
ভেবোনা, আমি তোমাতেই হবো বিলীন
নাইবা হলো চোখের ক্ষণিক দেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।