আমাদের কথা খুঁজে নিন

   

যারে খুজে হয়রান, সেতো তোমাতেই মহান!

সর্বাত্মক ভাবে ভাল আছি, সকল প্রকার খারাপ লাগাকে পাশ কাটিয়ে। সর্ব ক্ষেত্রে উপভোগকে খুজছি, অস্তিত্বকে সুদৃহতা দিচ্ছি, হারিয়ে না যাই যাতে। ... বিরাগভাজন সময়কে মমতার পরশ বুলোচ্ছি, সৃষ্টিসিলতাকে বলেছি; সাথে থেকো। অভিন্ন হৃদয় হ্রদে' ডুব সাতার দিচ্ছি, নুতন প্রভাতে' বিজয়ী মন্ত্রণা যপো। এসোছো যবে ; বসো ক্ষনিক, দু চারটে কথা! অতেন্দ্রপ্রহর তোমাতে বিলীনতা খুজি। কোথাকার কে? এই আমি, অবিশ্বাস V অঙ্গিকারবদ্ধতা। রাখো জটিল সমীকরণের পুরোনো ঝাপি। হৃদয় দাবি সর্বদাই সম্মুখ সমরে, নুতন ভোরের আগেই স্বারক নিশান। ম্রিয়মান আলোয় অভ্যর্থণা! দেখো কে দ্বারে! যারে খুজে হয়রান, সেতো তোমাতেই মহান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।