আমাদের কথা খুঁজে নিন

   

তোমাতেই তৃপ্ত আমি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তোমাতেই তৃপ্ত আমি/ শেখ জলিল এক আকাশ জ্যোৎস্নায় ছড়িয়ে হৃদয় পান করে তোমার মিলন সুধা জ্যোৎস্নার প্রেমিক আমি হলাম মাতাল বাড়লো চোখের অবিনাশী ক্ষুধা।। কতো রূপ-রস-গন্ধ পেয়েছি এ প্রাণে বিপুলা পৃথিবী মাঝে তৃষ্ণায় অধীর তবু তোমাকে দেখেই সকাল-দুপুর-সাঁঝে।। হয়নি যদিও খোলা কবিতার খাতা তুমি খোলো মন-দেহ অতৃপ্ত এ আমি তৃপ্ত তোমাতেই পায় না যা অন্য কেহ।। ১১.০৪.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।