আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার এরশাদ বাদশা এবং আমাদের দাবী, অতপরঃ ......

সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..
ইহা একটি মধ্যরাতের আড্ডামূলক ও সাময়িক পোষ্ট। আড্ডা দেয়া আগে নিচের লেখাটা ফিডব্যাকে (http://www.somewhereinblog.net/feedback) পেষ্ট করে আসুন এবং আওয়াজ দ্যান কারা কারা পেষ্ট করছেন এবং যারা অলরেডি পেষ্ট করেছেন তারাও আওয়াজ দ্যান। "আমাদের দাবিসমূহঃ- ১. যারা এই ব্লগের প্রান ছিলো, সেই সব ব্লগারদের আনব্যান করুন। ২. যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, আমাদের ইতিহাস নিয়ে তামাশা করে, সেইসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ৩. মডারেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনুন।

৪. প্রথম পাতায় একটি সোর্স রাখুন। যেখানে দেখা যাবে, ব্যানকৃতদের নাম। কি কারনে ব্যান হলেন এইসব ডিটেইলস। " এটা প্রয়োজন আমাদের প্রিয় ব্লগারদের অস্তিত্ব রক্ষার জন্য এবং আমাদের নিজেদের জন্য তো বটেই। আর ইদানিং ব্লগে এত্ত লেখা আসে তারে মধ্যে অনেক ভালো লেখা চোখেই পড়েনা, এই কয়েকদিনের কোন ভালো লেখার লিংক দিলেও উপকৃত হবো।

মূল পোষ্ট : Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.