প্রত্যন্ত কিছু জায়গায় অল্প কিছু লঞ্চ চলাচল করলেও, নদীপথে যাত্রী ও মাল পরিবহন সামগ্রিকভাবে বন্ধ রয়েছে৻
ধর্মঘট নিরসনে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনও পর্যন্ত কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা৻
সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান অবশ্য বিবিসিকে বলেছেন আজ (বুধবার) অভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মীমাংসা বৈঠকের আয়োজন করা হলেও মালিক বা শ্রমিক কোন পক্ষই বৈঠকে আসেনি৻
তিনি বলেন ধর্মঘটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া তিনি কোন উপায় দেখছেন না৻
তবে মালিক ও শ্রমিকপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের কোন বৈঠকের কথা তারা জানেনই না৻
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম বিবিসিকে বলেন সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না দেখে তারা বিস্মিত৻
নৌযান শ্রমিকরা নতুন বেতনস্কেল সহ ২২-দফা দাবীতে মঙ্গলবার ভোর থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে৻
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন দাবী করছে সারাদেশে অন্তত ১০ হাজার নৌযানের দেড় লাখের মত শ্রমিক এই কর্মবিরতি পালন করছে৻ শ্রমিকপক্ষ এই ধর্মঘটকে কর্মবিরতি হিসেবে দেখাতে চাইছে৻
যাত্রীবাহী লঞ্চ ছাড়াও এই ধর্মঘটে মালবাহী কার্গো, ট্যাংকার, বার্জও অর্ন্তভূক্ত রয়েছে৻
মি আলম বলছেন সরকার ও মালিকপক্ষ ২০০৯ সালের জানুয়ারিতে নতুন বেতন স্কেল ঘোষণার প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে৻ তিনি দাবী করেন এ ব্যাপারে গত এক বছর ধরে একের পর এক অনুরোধকেও অগ্রাহ্য করা হয়েছে৻
সোমবার রাতে মালিক, শ্রমিক ও সরকারপক্ষের মধ্যে একটি বৈঠকে কোন সুরাহা না হলে মধ্যরাতের পরপরই শ্রমিকরা কর্মবিরতি শুরু করে৻
শ্রমিকরা নতুন বেতন স্কেলে নূন্যতম মাসিক বেতন ৪,৬০০ টাকা দাবী করছে৻
মি আলম জানান বর্তমান বেতন স্কেলে নৌযান শ্রমিকদের নূন্যতম বেতন মাসে মাত্র ১৩শ টাকা ৻ এই বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০০৪ সালে৻
মালিকপক্ষ বলছে ইতিমধ্যেই তারা নৌযান শ্রমিকদের বেতন বাড়ালেও তা সরকারী গেজেট হিসেবে প্রকাশিত হয়নি৻
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।