দিল্লিতে পুলিশের হাতে আটক স্বামী শিব মুরট দ্বিবেদীর ছিল হাজারো যৌন কর্মীর নেটওয়ার্ক। মঙ্গলবার স্পেশাল বিচারক এস. কে সারওয়ারিয়ার আদালতে তাকে হাজির করা হলে পুলিশ এসব তথ্য প্রকাশ করে। তারা স্বামী দ্বিবেদীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড বাড়ানোর আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিটিআই এ খবর দিয়ে আরও বলেছে, ওইদিন দ্বিবেদীকে হাজির করা হয় আদালতে। সেখানে পুলিশ বলে- আমরা তার যৌন বাণিজ্যের চক্রের সন্ধান পেয়েছি।
তার রয়েছে পতিতাদের নিয়ে ব্যবসার জন্য শতাধিক ব্রকার। তাতে জড়িত হাজারো পতিতা। এভাবে তিনি মুম্বই, নয়দা, কলকাতা, বারানসি এবয় গোবর্ধনে সম্পদের পাহাড় গড়েছেন। তার কাছ থেকে যে ডাইরি উদ্ধার করা হয়েছে তাতে রয়েছে অর্থ হাতবদল হওয়ার অনেক তথ্য। তাতে দেখা গেছে তিনি তিন শতাধিক ব্যক্তির কাছে অর্থ হাতবদল করেছেন।
তাদের নাম নেই ডাইরিতে। আছে শুধুমাত্র সাংকেতিক কান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।