আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ার অফ দি ক্যাট

ঘুম-তার্কিক

বাতাস-কলের শহরে বেড়ে গেছে ঘড়ির উৎপাত- প্রচ্ছায়াটির কাছে-পিঠে নিভৃতে ফিরে আসি, আগ্নেয় বিস্ফার থেকে বিসার বিষফোড়ায়। হাওয়া খুঁজে ফিরে যায় ঘুমন্ত পঞ্চাল বন। হা’খোলা প্রাতিষ্ঠানিক দূষণ এসে দিন-রাত- টপ্পায় গুণ টানে টানেলের শুষ্ক অন্ধকারে। তামাদী আকাশে ওড়ে মৃত রাতের সতেজ চিৎকার। সুতরাং ধন্যবাদ জানাই -ব্যবিলন- ঐটুকু শূন্যতাকেই, কবন্ধের সেতুতে ঝালর হয়ে ঝুলছে- অতসী-তারার ট্রেসপাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।