সে অনেক কাল আগের কথা। রমান রেফি নামক এক বনিক এল এদেশে ব্যবসা করবে বলে । কিন্তু এদেশের রানী তাকে কোন অবস্থাতেই মাগনা জাহাজ ভিড়াতে দেবেন না। তিনি কহিলেন “চান্দা দিবি না, এইটা আমার এলাকা”। তখন চতুর(420) রমান রেফি বলিলেন, “মহারানী আমার একটা দাবি শুনবেন প্লীজ ”. মহারানী কহিলেন, “হ্যা বল”।
রমান রেফি বলিলেন, “আমি আপনার দেশে মাত্র একমাস ব্যবসা করব, ব্যবসার লাভের ৯০% আপনার আর বাকি ১০% আমার ”। মহারানী রাজি হইলেন সহসাই। তখন রমান রেফি আরো এক চামচ বাড়িয়ে বলল, “মহারানী আপনি আরো একটা শর্তে রাজি হইতে পারেন ”। মহারানী কহিলেন, “হ্যা বল”। রমান রেফি বলল, “আমি যে এক মাস আপনার এইখানে থাকব ততদিন আমি আপনাকে প্রতিদিন ১০লাখ টাকা করে দিব আর আপনি প্রথমদিন আমাকে ১ টাকা দিবেন আর এর পর থেকে প্রতিদিন ডাবল করে টাকা আমাকে দিবেন ”।
মহারানী সানন্দে রাজি হইলেন, ভাবিলেন ওরে বনিক কত বোকারে। সাত দিনে যায় এক সপ্তাহ, তিরিশ দিনে যায় মাস। বনিকের এক মাসে লাভ হয় প্রায় ১ কোটি টাকা আর পুর্বের প্রতিশ্রুতি অনুসারে সে মহারানীকে লাভের ৯০ ভাগ অর্থাৎ ৯০ লাখ টাকা দিয়ে দিল। কিন্তু মাস শেষে মহারানী দেখলেন,বনিক তাকে দিয়েছে প্রায় ৪ কোটি টাকা কিন্তু তিনি বনিককে দিয়েছেন ১১০ কোটি টাকা। অর্থাৎ, সাধারন গানিতিক হিসাব না করে লোভের ফাদে পা দিয়ে শেষমেষ নিজের সর্বনাশ করলেন মহারানী।
কাল্পনিক কাহিনী হলেও এই কয়েক বছরে মলম (এম.এল.এম) ব্যবসার নামে খুব চতুরতার সহিত মানুষকে বোকা বানিয়ে টাকা লুটে নিয়েছিল কিছু বিদেশী কোম্পানী। আর তাদের পাতা ফাদে পা দিয়েছিল কোন মহারানী বা মহারাজারা না দিয়েছিল বাংলাদেশের লাখ লাখ মানুষ। যদিও মহারাজার ও রানীরা নিজের উদর পুর্তি ঠিকই করেছিলেন। তবে এর সম্পূর্ন দায় সরকারকে দেওয়া ঠিক হবে না। কারন ভাবতে অবাক লাগে মানুষ কতটা আহাম্মক হলে এইসব মলম ব্যবসার পাতা ফাদে পা দিয়ে নিজেদেরকে নিঃস করতে পারে।
সিংহভাগ দায়টা মানুষের উপরই বর্তায়। দ্বিগুন টাকা পাওয়ার লোভে মানুষ এতটাই ব্যাস্ত হয়ে গেল যে একবারও চিন্তা করল না পৃথিবীতে এমন কোন বিজনেস নাই যেখানে বছরান্তেই এত বড় লাভ হতে পারে। এতটুকু বুদ্ধিবৃত্তিক দৈন্যদশা মানুষের থাকতে পারে তা চিন্তা করতেই খারাপ লাগে। কারন, এইসব মলম ব্যবসার পাতা ফাদে শুধু যে অশিক্ষিত মানুষ পা দিয়েছে তা নয় অনেক শিক্ষিত মানুষও পা ডুবিয়েছে যা চিন্তার উর্ধে।
সরকারের দায় অবশ্যই আছে,মানুষ লোটা টাকার ভাগ পাওয়ার জন্য এইসব ডাকাতদের দেশে অনুপ্রবেশ করতে সাহায্য করা এবং পালিয়ে যাওয়ার সুব্যবস্থা করার জন্য সরকার নিজের দায় এড়াতে কখনই পারবে না।
মাফিয়া পরিচালিত এই অর্থনীতিতে মানুষ বোকা বনবে আর কতদিন?এইসব লুটেরা রাজনীতিবীদদের লোভের ফাদে মানুষ আরও ফতুর হবে আর কতদিন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।