এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
৮তারিখ কোন পরীক্ষা ছিলনা।
আর রাত্রে ঘুমও আসছিল না। তাই নোকিয়া ১৬৬২ সেটটাকে হাতে তুলে নিলাম। টিউন করলাম রেডিও আমার। দেখি সানডে নাইট চলছে। আমি টিউন করার সাথে সাথেই একটা মেয়ের কল আসলো সানডে নাইটে।
সানডে নাইটের আর জে দের কাজ হইলো যেই কল করুক তাকে চরমভাবে পচায়া ছেড়ে দেওয়া। এইবারও তার ব্যতিক্রম হইলোনা। একটু আড্ডা মেরে পচানো শুরু করলো....
: আন্নে কি রাইতে কিছু খাইয়ূণ?
- জ্বি ভাইয়া।
: কোন "গু" খাইয়ূণ??
- জ্বি ভাইয়া?
: আই ফুসল লইদ্দি। রাইতে কোন "গু" খাইয়ূণ?
- ছিঃছিঃ ভাইয়া।
গু খেতে যাবো কেন? ভাত খাইছি।
(এই মূহুর্তে আইসা বেশ একটা বড় হাসাহাসি হইলো... আমার ধারণা আর জে প্রশ্ন করার সময় বুঝতে পারেন নাই যে এইরকম একটা গলদ হবে। । । )
: না মানে।
আমরা বলতে চাইছিলাম আপনি রাত্রে কি খাইছেন?
- ভাত খাইছি ভাইয়া।
: কি দিয়া খা...... (কলটা কেটে গেল)
এই একই দিন আরেকটা কল আসলো সানডে নাইটে। এইবার কল করলো একটা ছেলে। ঘুমভরানো কণ্ঠে।
- হ্যালো
: ঐ মিয়া আন্নে কিঠ্যায়? এত্তো রাইতে কল দিছেন??
- জ্বি।
ভাইয়া। আমি...
: আমি কিঠ্যা?
- জ্বি ভাইয়া। আমার নাম ...।
: কারে চান? এতো রাইথের বেলা আন্নে ফুন কইরছেন কিল্লিগা?
- জ্বি ভাইয়া এইটা সানডে নাইট না।
: কিতার সানডে নাইট? ইতা চিটাগাং....... (কলারের বিস্ময়ভরা মুখের সামনে খট করে কলটা কেটে দেয়া হলো।
আরেক দফা হাসি। । । )
: আরজে-র কথা আর - কলারের কথা। ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।