আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল লুকিয়ে রাখুন

হাত বাড়ালেই...

কাজের প্রয়োজনে অনেক সময় প্রয়োজনীয় ফাইলে সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) দিতে হয়। যাতে আপনার ফাইলটি অন্য কেউ দেখতে না পারে। কাজটি আলাদা নিরাপত্তা সফটওয়্যার ছাড়াও করা যায়। খুব সহজে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এ কাজটি করা যায়। এ জন্য প্রথমে মাইক্রোসফট এক্সেল চালু করুন।

এবার Insert থেকে object-এ যান এবং create from file ট্যাবে ক্লিক করুন। এবার Browse-এ গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইলটিকে excel ফাইলে insert করুন। এবার excel file-এ গিয়ে save as থেকে Tools-এ যান এবং General Options-এ গিয়ে গোপন নম্বর দিয়ে সংরক্ষণ (সেইভ) করুন। আর file না হয়ে যদি folder হয়, তাহলে folderটিকে zip করে file হিসেবে excel-এ insert করে নিন। এবার এক্সেল ফাইলের ভেতরে গোপন নম্বরে সুরক্ষিত আপনার প্রয়োজনীয় ফাইল নিরাপদে থাকবে।

সূএ:প্রথমআলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.