আজকে জানতে পারলাম আমারব্লগ.কমে আরেকজন জগাই পাগলা জগাই নামে বিচরণ করছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি সেই জগাইয়ের সাথে এই জগাইয়ের কোনরূপ সম্পর্ক নাই।
ঐ ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি নাই। আপনাদের মাঝে কি দুই জায়গাতেই চড়েন এমন সহৃদয় কেউ আছেন যিনি ঐ জগাইকে বলবেন সম্ভব হলে একটু ভিন্ন নামে লিখতে। নাম জগাই থাকুক তবে সবার পাগলা হবার দরকার কী? পাগলা জগাই না হয়ে উনি যদি দয়াপরবশ হয়ে অন্য কোন ধরনের জগাই হন তাহলে এই পাগলা জগাইয়ের দোয়ায়, তার আখেরাতে অশেষ নেকি হাসিল হইবে!
(আপনারা এখানে বা ওখানে ওনার নামের আগের লাগিতব্য বিশেষণ প্রস্তাব করতে পারেন )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।