মুড়ির চে বাঙ্গালী অনেক সস্তা, দেশটাও।
আজকের দিনে কম্পিউটার মানেই নোটবুক কম্পিউটার বা ল্যাপটপ। সবারই চাই একটা করে ল্যাপটপ। কিন্তু অনেকেই জানেন না ল্যাপটপের ছোটখাটো সমস্যা সমাধানের কথা, যে কারনে পকেট থেকে খুইয়ে পড়ছে টাকা। অবশ্য এতে লাভবান হচ্ছে কম্পিউটার সার্ভিসের মানুষরা।
আমি অবসর পেলেই চেষ্টা করবো আপনাদের তা ধাপে ধাপে জানাতে।
বায়োস মেন্যুতে ঢোকার জন্য একেক ব্র্যান্ডের ল্যাপটপে একেক শর্টকাট কী। এগুলোই আজকে লিখছি।
ACER:
DEL অথবা F2 চাপুন আপনার ল্যাপটপটি সুইচ অন করার পর।
COMPAQ:
সাধারণত F10 চাপতে হয়।
আগের ভার্সনগুলোতে F1,F2,F10 অথবা DEL চাপতে হবে।
DELL:
ল্যাপটপটি সুইচ অন করার পর DELL লোগো আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর Entering the BIOS Setup লেখা আসা পর্যন্ত F2 চাপুন।
আগের ভার্সনগুলোতে CTRL+ALT+ENTER চাপতে হবে।
SONY:
ল্যাপটপটি সুইচ অন করার পর F1,F2 অথবা F3 চাপুন।
ASUS:
ল্যাপটপটি সুইচ অন করার পর সাধারণত DEL চাপতে হয়।
TOSHIBA:
ল্যাপটপটি সুইচ অন করার পর F1 অথবা ESC চাপুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।