আমাদের কথা খুঁজে নিন

   

ফলোআপ : পেখমপুর



কবিতাটার পাত্র পাত্রী,ঘটনা একদম সত্যি । প্রধান চরিত্রের সকাল এখন উত্তর আমেরিকায়,পেখমপুরের স্বপ্ন আর দেখে না । লক্ষণ সাহা পুরো ব্যবসায়ী,গৌতম এখন সিগারেট ছেড়ে দিয়ে সিলিকন ভ্যালি তে,ছুটির দিনে মাথায় কলপ দেয় । চপল চক্রবর্তী খুব মজার ছেলে ছিল,খুব হাসাতে পারতো । মারা যাবার আগ মুহুর্তে বুকে ব্যাথা বুকে ব্যাথা বললেও বউ ভেবেছিল দুষ্টুমি করছে ।

মরে গেল চপল । সুজিত রায় কে সাম্প্রদায়িক মরদ রা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে । ভিটে মাটি এখন অন্যের দখলে । নবনীতা'র নাম টা ইচ্ছে করেই পাল্টে দিলাম,ও এখন অভিনয় করে,মিনি পর্দায় স্বাধীন । আর কবি ? রহস্যটুকু থাক ।

পৃথিবীতে কে কাহার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.