http://joyodrath.blogspot.com/
প্রথম আলো ব্লগে ঘটে যাওয়া নিক ছিনতাই নিয়ে আমি দুটো পোস্ট দিয়েছিলাম। সেখানে নিক "পাইরেসি" এবং এ বিষয়ে কী করা যায় তা নিয়ে ব্লগাররা অনেক পরামর্শ দিয়েছেন। তার ভিত্তিতেই প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে মাহবুব মোর্শেদ এক পোস্টে জানিয়েছেন। সেই আলাপের সূত্রে এবং সামহোয়ারের সাম্প্রতিক কিছু পোস্ট-মন্তব্যের সূত্রে কিছু কথা:
যারা আমার সেই পোস্ট দুটো পড়েন নি তাদের জন্য সংক্ষেপে বলি: আমি লিখেছিলাম, নিকের লিগ্যাল কোনো কপিরাইট নেই, তবে মোর্যাল জায়গায় দাঁড়িয়ে কনসেনসাস-এর ভিত্তিতে এর মোকাবেলা করা যায়। "চিকন মিয়া" নিকটি যেহেতু চিকন মিয়া প্যাটেন্ট করান নি (করানো সম্ভবও মনে হয় না) ফলে প্রথম আলো ব্লগে যদি অন্য কোনো "চিকন মিয়া" হাজির হন তাহলে সামহোয়ারের চিকন মিয়া কেবল দীর্ঘশ্বাসই ফেলতে পারেন আইনগতভাবে।
কিন্তু এই নিক ছিনতাইয়ের পেছনের রাজনীতিটুকু যেহেতু অনেকেই আঁচ করতে পারেন, সেক্ষেত্রে তাকে নৈতিকভাবে মোকাবেলা করাটা সম্ভব। অর্থাৎ নিকের ওপর নিকধারীর নৈতিক দাবি যেটুকু আছে তার ভিত্তিতেই ফয়সালা করে নেয়াটাই এক্ষেত্রে উপযুক্ত রাস্তা।
এক পোস্টের মন্তব্যের ঘরে লেখক বন্ধু আহমাদ মোস্তফা কামাল দেখলাম লিখেছেন কারো নিক নিয়ে নেয়াটা "অপরাধ"। মনে হচ্ছে তিনি আইনের দৃষ্টিতে এটাকে অপরাধ ভাবছেন। তিনি আরো দাবি করলেন যে, কেউ যদি মুহম্মদ জাফর ইকবাল কিংবা হাসান আজিজুল হক নাম নিয়ে আজেবাজে লিখতে শুরু করে এবং তার প্রতিবাদে উপরোক্ত "আসল" লেখকদ্বয় যদি আইনের শরণ নেন তাহলে আইন "আসল"দের পক্ষেই যাবে।
আমার সেটা মনে হয় না।
কারো পিতৃদত্ত (কিংবা এমনকি স্বদত্ত) নাম যদি হাসান আজিজুল হক হয়, এবং তিনি যদি লেখক হন, তাইলে তিনি তার মত লিখে যেতেই পারেন। নামের প্যাটেন্ট হয় না। হাসান আজিজুল হক নাম নিয়ে কেউ যদি "আজেবাজে" লিখেন তাইলে হাসান আজিজুল হক আইনের আশ্রয় নেবেন, আর কেউ যদি তাঁর চে শ্রেয়তর লিখেন তাইলে হাসান কী করবেন? দুই ক্ষেত্রেই কিন্তু তার "ভাবমূর্তি"র সমস্যা আছে।
যার শ্রেয়তর লেখার সামর্থ আছে তিনি পূর্বসুরী লেখকের নাম কিংবা নিক ব্যবহার করবেন না।
লেখকের আত্মসম্মান বলে কথা। যে কারণে অনেকের প্রিয় কবি আবুল হাসান তাঁর পিতৃদত্ত নাম "আবুল হোসেন" পাল্টে আবুল হাসান হয়েছিলেন। কারণ আবুল হোসেন নামে পঞ্চাশের দশকে এক কবি ছিলেন (তিনি এখনো আছেন)। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। এই সরে আসাটা নৈতিক, আইনী নয়।
আজ যারা প্রথম আলোব্লগে সামহোয়্যারের জনপ্রিয় নিকগুলোকে অনৈতিক ভাবে রেজিস্ট্রার করছেন তাদের আর যাই হোক লেখকের আত্মসম্মানটুকু নেই। লেখার উদ্দেশ্যও তাদের নাই হয়ত। নিরস্ত করাই উদ্দেশ্য। ফলে এই নৈতিকতাবোধের জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নিক ছিনতাইয়ের প্রতিবাদ করতে পারি আমরা। আইনের জায়গায় দাঁড়িয়ে পারি না।
বিষয়টা পরিষ্কার থাকা ভাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।